শেষ দিন সার্ভারের সমস্যা সহ বিভিন্ন সমস্যা থাকায় আমরা শেষ দিন আবেদন করি না । আপনি আমাদের অ্যাপের মাধ্যমে আবেদন করতে চাইলে আজকেই আবেদন করতে হবে । আগামীকাল কোন ভাবেই আমরা নতুন কোন আবেদন করতে পারবো না।  

jobs exam alert এর মাধ্যমে আবেদনের করতে পারবেন যে ভাবে , দেখুন ভিডিওঃ  


সমাজসেবা অধিদপ্তর  সম্প্রতি স্থায়ীভাবে রাজস্ব খাতের ৩৭ টি পদে মোট ৩৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৭-০৯-২০২০ থেকে । আবেদন করা যাবে ২৭-০৯-২০২০ পর্যন্ত। 

পদের নাম  পদসংখ্যা


১. শিক্ষক (দৃষ্টি প্রতিবন্ধী)-০৮

২. শিক্ষক (বধির)-০৭

৩. ক্রাফট টিচার-০৪

৪. কারিগরি শিক্ষক-০২

৫. ইন্সট্রাকটর-০২

৬. হিয়ারিং এইড টেকনিশিয়ান-০১

৭. সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ০৩

৮. হাউজ প্যারেন্ট কাম টিচার-৩২

৯. সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -১২

১০. ফিল্ড সুপারভাইজার-১৮

১১. খাদেম-০১

১২. গাড়ীচালক (মেকানিক)-০১

১৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩২

১৪. কোষাধ্যক্ষ যুক্ত গুদামরক্ষক-০২

১৫. হিসাব সহকারী-০৩

১৬. ধর্মীয় শিক্ষক-০১

১৭. কটেজ মাদার-০১

১৮. ডে-কেয়ার এ্যাসিসটেন্ট-০১

১৯. বড়ভাইয়া-১২

২০. খালাম্মা-০৬

২১. শিক্ষক-১১

২২. ওয়াসার ম্যান-০১

২৩. আয়রন ম্যান-০১

২৪. স্টোরকিপার-০৫

২৫. নার্স-০১

২৬. গাড়ীচালক-০৭

২৭. রেকর্ড কিপার-০১

২৮. ডার্করুম সহকারী-০১

২৯. ফিটার এ্যাটেনডেন্ট-০১

৩০. এ্যাটেনডেন্ট-০৪

৩১. বার্তাবাহক-০৯

৩২. অফিস সহায়ক-৭৬ স্থায়ী

৩৩. অফিস সহায়ক-৩২ অস্থায়ী

৩৪. নিরাপত্তা প্রহরী-০৯

৩৫. পরিচ্ছন্নতা কর্মী-০৪

৩৬. বাবুর্চি-১৩

৩৭. বাবুর্চি-২০

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dss.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২৭-০৯-২০২০ তারিখে পর্যন্ত জমা দিতে  পারবেন ।


নিয়োগ বিজ্ঞপ্তিঃ