দুই হাজারের অধিক ক্যাডার নিয়োগ দিতে আগামী ১১ সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

৩৯ তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা আছে।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষার প্রতিটি খাতা মূল্যায়ন করবেন দুইজন পরীক্ষক। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। পিএসসি মনে করছে, এতে করে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে।

এছাড়া ৪০তম বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন রাখা হবে।

 

সূত্রঃ  ইত্তেফাক


Warning: sizeof(): Parameter must be an array or an object that implements Countable in /home/nahid34/public_html/user/jobs-circular-details.php on line 296

Warning: sizeof(): Parameter must be an array or an object that implements Countable in /home/nahid34/public_html/user/jobs-circular-details.php on line 315