আজকে ফেসবুকে একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । আমাদের অনেক গ্রুপে দেখলাম অনেকেই পোস্ট দিচ্ছে কিন্তু এইটা সম্পূর্ণ ভুয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি । বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপে দেখলাম এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা হাচ্ছে । কিন্তু অনেকে অনেক কথা বলতিছে ... এইটা ভুয়া বলার কারণ নিচে আমরা জানিয়ে দিচ্ছি ...
করণঃ
১। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের কোন কথা বলা নাই অথবা কোন কাগজ পাঠাইতেও বলেনি।
২। শুধু বিকাশের মাধ্যমে টাকা চেয়েছে । আপনি টাকা দিবেন এইটা বুঝবে কি ভাবে?
৩। শুধু ১১২টা নিয়ে কোন কাগজ ছাড়াই চাকরি দিবে সরকার এইটা কেউ ভাবতে পারে?
৪।শেষে লেখা আছে- লেনদেন নিশ্চিত করতে আপনার বিকাস একাউন্টের পিন নাম্বর প্রদান করুন । আরে ভাই ... কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হলেও তো আপনার পিন নম্বর জানতে চাইবে না। আপনার পিন নাম্বর জানলে সে তো আপনার একাউন্টের সকল টাকা নিয়ে নিবে।
কোন অবস্থায় ভুল করেও কেউ আবেদন করবেন না। এর আগেও আমরা এমন একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে নিষেধ করেছিলাম । তার পরেও প্রায় ৩ লাখ টাকা তারা হাতিয়ে নিয়েছিল ... পরে তাকে পুলিশ ধরেছিল।
ধন্যবাদ সবাই কে ...আমাদের সাথে থাকেন ......সেই সাথে আপনার বন্ধুদের কেও জানিয়ে দেন , যাতে তারা শুধু টাকা নষ্ট না করে।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিচেঃ