জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (National Legal Aid Services Organization) এর প্রধান কার্যালয়ের জন্য "অফিস সহায়ক" পদে ০২ (দুই) জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগপত্রটি ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২০ অনুযায়ী ৮২৫০-২০০১০/- টাকা বেতনস্কেলে এবং অন্যান্য সুবিধাদিসহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের প্রক্রিয়া ও সময়সীমা:
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে আগামী ০১/০১/২০২৬ খ্রি. তারিখের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক বরাবর যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
- নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় শর্তাবলী:
- যোগদানকালে যে কোনো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক/নিজ জেলার সিভিল সার্জন বা তৎকর্তৃক মনোনীত কোনো মেডিক্যাল অফিসারের নিকট হতে শারীরিক ও মানসিক যোগ্যতার সনদ এবং মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) সনদ সংগ্রহ করে দাখিল করতে হবে।
- চাকরিতে যোগদানের সময় সরকারি বিধি মোতাবেক একটি প্রতিশ্রুতিপত্র (আন্ডারটেকিং) দাখিল করতে হবে।
- যোগদানের পর প্রত্যেক প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে, যা অবশ্যই সন্তোষজনক হতে হবে।
- যোগদানের তারিখ হতে পরবর্তী এক (১) বছর শিক্ষানবিসকাল হিসেবে গণ্য হবে। তবে নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে শিক্ষানবিসের মেয়াদ অনধিক ছয় মাসের জন্য বৃদ্ধি করতে পারবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ