জেলা প্রশাসন, কুমিল্লা এর সরাসরি পরিচালনায় কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা এর জন্য নিম্নলিখিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে:

  • প্রভাষক (কলেজ শাখা): ইংরেজি ০১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ০১ জন, পৌরনীতি ও সুশাসন ০১ জন, সমাজকর্ম ০১ জন, ব্যাংকিং ও বিমা ০১ জন। (মোট ০৫ জন)
  • সহকারী শিক্ষক (স্কুল শাখা): বাংলা ০১ জন, ইংরেজি ০৩ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ০১ জন, পদার্থবিজ্ঞান ০১ জন, রসায়ন ০১ জন, জীববিজ্ঞান ০২ জন, ইসলাম ও নৈতিক শিক্ষা ০৩ জন, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ০১ জন, কৃষি শিক্ষা ০১ জন, শিল্প ও সংস্কৃতি ০১ জন, গার্হস্থ্য বিজ্ঞান ০১ জন, শারীরিক শিক্ষা ০১ জন, সমাজবিজ্ঞান ০১ জন। (মোট ১৯ জন)
  • অন্যান্য পদ: অফিস সহায়ক ০১ জন, নিরাপত্তাকর্মী ০১ জন, নৈশপ্রহরী ০১ জন। (মোট ০৩ জন)

সর্বমোট পদ: ২৭ টি।

বয়স সংক্রান্ত তথ্য: ৩০/০৬/২০২৫ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: ০১ ও ০২ নং ক্রমিকের পদসমূহের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং ০৩ নং ক্রমিকের পদসমূহের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার "কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা" এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি এর যেকোনো শাখা থেকে সংগ্রহ করে স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের সাথে জেলা প্রশাসক, কুমিল্লা বরাবর দাখিল করতে হবে। আবেদনপত্র সহায়ক কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা), রুম নম্বর: ৩২১, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা ঠিকানায় জমা দিতে হবে। উল্লেখ্য, পূর্বে যারা এই পদগুলোতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই নিয়োগ প্রক্রিয়ায় বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ