এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ
১. এরিয়া ম্যানেজার- (১০ জন)
২. ব্রাঞ্চ ম্যানেজার- (২০ জন)
৩. সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ফিল্ড কো-অর্ডিনেশন)- (১০০ জন)
৪. ফিল্ড অফিসার- (১০০ জন)
৫. ড্রাইভার (ফিল্ড/ঢাকা)- (১০০ জন)
বিশেষ দ্রষ্টব্য:১। অসত্য তথ্য প্রদান করলে বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। ২। সকল পদের প্রার্থীর জন্য পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা প্রদান করা হবে। ৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার লিখিত আবেদন গ্রহণ করা হবে না। ৪। আগ্রহী প্রার্থীদেরকে এসকেএস ফাউন্ডেশনের ওয়েবসাইট (https://www.sks-bd.org/index.php/career) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
সূত্র: প্রথম আলো
বিস্তারিত দেখুন নিচেঃ