প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর রাজস্ব খাতভুক্ত ১০ম গ্রেডের সহকারী তথ্য অফিসার পদের জন্য অপেক্ষমান তালিকা থেকে ০১ (এক) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পূর্বের নিয়োগ প্রক্রিয়ায় মোট ০২ (দুই)টি শূন্য পদের বিপরীতে ০১ (এক) জন নির্বাচিত প্রার্থী যোগদান না করায়, প্রচলিত বিধি অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে এই নির্বাচন করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর অনুকূলে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রার্থীর আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি এবং দাখিলকৃত সনদপত্র যাচাইকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ