সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৪টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

১। লেডি হেলথ ভিজিটর: ০১টি

২। সহকারী শিক্ষিকা/সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়-০৪ 

৩। মেকানিক-০১ 

৪। ফার্মাসিস্ট-০১ 

৫। ফটোগ্রাফার-০১ 

৬। ক্যাটালগার-০১ 

৭। কার্যসহকারী-০১ 

৮। অফিস সহকারি-০২ 

৯। তথ্য সংগ্রহকারী-০৩ 

১০। অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর-০১ 

১১। ডেমোনেস্ট্রেটর-০১ 

১২। সহকারী পরিদর্শিকা-০২ 

১৩। মোয়াজ্জীন-০১

১৪। স্কীলড্‌ মেইটেনেন্স ওয়ার্কার -০২

১৫। ড্রাইভার (ট্রাইহুলার)-০২ 

১৬। বাইন্ডার-০১ 

১৭। দপ্তরী-০১ 

১৮। সর্টার-০১ 

১৯। টি-ম্যান (চা-প্রস্তুতকারক)-০২

২০। সহকারী বাবুচি: ০২

২১। সহকারী নাস্তা কারিগর: ০২

২২। প্লাম্বিং সহকারী: ০১

২৩। অফিস সহায়ক: ০৮

২৪। বাগানমালী: ০৪

২৫। পরিচ্ছন্নতা কর্মী: ০২

২৬। নিরাপত্তা প্রহরী: ০৪

২৭। দাই: ০১

বয়সসীমা: ০১-০৭-২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, ক্রমিক নং ১৪ (ফিল্ড মেইনটেনেন্স ওয়ার্কার) এবং ২৬ (নিরাপত্তা প্রহরী) পদের জন্য সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://bard.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: আবেদন শুরু হবে ০৬/০৮/২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদন দাখিলের শেষ তারিখ ৩১/০৮/২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা। আবেদন ফি জমাদানের শেষ সময় ৩১/০৮/২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টার পরবর্তী ৭২ ঘন্টা।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ