বাংলাদেশ টেলিভিশন সম্প্রতি  ৩৫ টি পদে মোট ১৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০১ মে ২০১৯ থেকে । আবেদন করা যাবে ২ মে, ২০১৯ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা


১.বাদ্যযন্ত্রী-০৯

২.মোটর টেকনিশিয়ান-০১

৩. স্থির চিত্রগ্রাহক-০১

৪. টেলিভিশন টেকনিশিয়ান-২২

৫. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৭

৬. প্রযোজনা সহযোগী/ প্রযোজনা সহকারী-০৫

৭.  ট্রান্সমিশন/ভিটিআর রেকর্ড কিপার-০১

৮.রূপকার-০২

৯.ওয়ারড্রব  সহকারী-০১

১০. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০২

১১. সিনিয়র  মোটর মেকানিক-০১

১২. নিরাপত্তা পরিদর্শক-০৩

১৩. সহকারী হিসাব রক্ষক-০২

১৪. হিসাব সহকারী-০১

১৫. লাইসেন্স পরিদর্শক-০২

১৬.  টেলিপ্রিন্টার অপারেটর-০২

১৭. ডেভেলপার-০১

১৮. প্রজেক্ট অপারেটর-০১

১৯. স্টোর কিপার-০৩

২০. কার্পেন্টার-০৩

২১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৩

২২. ক্যাশিয়ার-০৫

২৩. টেলিফোন অপারেটর-০২

২৪. গাড়ি চালক-০৯

২৫ .লাইটিং সরকারি-০৩

২৬. ট্রানস্মিশন টাইপিস্ট-০২

২৭. সহকারী মহিলা রূপকার-০১

২৮.ইলেকট্রিশিয়ান-০৩

২৯. স্টোর এসিস্ট্যান্ট-০২

৩০. পাম্প অপারেটর-০১

৩১. ও বি  সহকারী- ০২

৩২.ইকুইপমেন্ট ক্লিনার-০৩

৩৩. অফিস সহায়ক-১৮

৩৪. নিরাপত্তা প্রহরী-০৯

৩৫. পরিচ্ছন্নতাকর্মী-০২


আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৩-০৫-২০১৯  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://BTV.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৩ মে, ২০১৯ তারিখে পর্যন্ত জমা দিতে  পারবেন ।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: