সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, দন্তাল ইউনিট
অবস্থান: মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে
যোগাযোগ:
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে দন্তাল ইউনিটে নিম্নলিখিত পদসমূহে নিয়োগ দেয়া হবে। যথার্থ তথা প্রযুক্তির জন্য অনুপাতীয় ও পান সেবন বিষয়ে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদসমূহ:
ক্রমিক নং | পদ সমূহ | বিষয় সমূহ | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন |
১ | অধ্যাপক | ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স, প্রোস্থোডন্টিক্স এন্ড ডেন্টাল পাবলিক হেলথ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স | (৬-১০) বিএম ডিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা। অভিজ্ঞতা ও প্রকাশনা থাকবে। | আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। |
২ | সহযোগী অধ্যাপক | ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স, প্রোস্থোডন্টিক্স এন্ড ডেন্টাল পাবলিক হেলথ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স | (৪) বিএম ডিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা হবে। | |
৩ | সহকারী অধ্যাপক | ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স, প্রোস্থোডন্টিক্স এন্ড ডেন্টাল পাবলিক হেলথ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স | বিএম ডিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা হবে। | |
৪ | প্রভাষক | |||
৫ | ডেন্টাল টেকনিশিয়ান | ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি সার্টিফিকেট সম্পন্ন | ||
৬ | সহকারী প্রশাসনিক কর্মকর্তা | প্রশাসন | কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ |
আবেদনের নিয়মাবলী / শর্তাবলী:
সূত্রঃ প্রথম আলো-২৪-০৭-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ