সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

নিয়োগ বিজ্ঞপ্তি

আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

আলী কদম সেনানিবাস, বান্দরবান

আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিম্নলিখিত পদসমূহে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে:

১. সহকারী শিক্ষক

  • বিষয় ও পদ সংখ্যা:
    • ইংরেজি: ২টি পদ
    • বাংলা: ১টি পদ
  • শিক্ষাগত যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।
    • তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
    • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে।
  • বেতন/ভাতা:
    • বিএড সহ: ১৬,০০০/- থেকে ৩৮,৬৪০/- (গ্রেড-১০)
    • বিএডবিহীন: ১২,৫০০/- থেকে ৩০,২৩০/- (গ্রেড-১১)

অন্যান্য সুবিধা:

প্রতিষ্ঠানের নিয়মাবলী অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পাহাড়ি ভাতা, গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং নিয়মিত ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট আকারের ছবিসহ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চলতি হিসাব নম্বর-১১০১৫০২০০০৬১৫ এর অনুকূলে উপরোক্ত পদের জন্য ৫০০ (তিনশত) টাকা জমা করে জমা স্লিপের কপিসহ আগামী ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ই-মেইল অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে। এছাড়াও ওয়েবসাইটে প্রবেশ করে e-Recruitment থেকে আবেদন করা যাবে।

লিখিত পরীক্ষার তারিখ:

লিখিত পরীক্ষা আগামী ২৩ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

যোগাযোগ:

  • মোবাইল: ০১৬১১-৭৪২৯৯২, ০১৮৯৪-৯৪৯৮১৫
  • ই-মেইল: acpscrecruitment@gmail.com
  • ওয়েবসাইট: acpsc.edu.bd
  • ঠিকানা: অধ্যক্ষ, আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, আলী কদম সেনানিবাস।