সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক) পদে চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে এবং বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তগণ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১৪ অনুযায়ী ১০,১২০-২৪,৬৮০/- টাকা বেতনক্রম এবং সরকারের প্রচলিত নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদিসহ সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ পাবেন।

নিয়োগের জন্য নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে:

  • সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্ট বাধ্যতামূলক) করে সুস্থতার সনদপত্র দাখিল করতে হবে।
  • সকল দাখিলকৃত সনদপত্র ও তথ্যাদি (শিক্ষাগত যোগ্যতা, মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি) যাচাইভ্ন্তে সঠিক হতে হবে এবং পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য থাকা যাবে না।
  • যোগদানের তারিখ হতে ০২ (দুই) বৎসর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  • কর্মচারীগণকে যে কোনো সময়ে বাংলাদেশের যে কোনো স্থানে বদলী করা যাবে।
  • বর্তমানে অন্য কোনো সরকারি বা বেসরকারি দপ্তরে কর্মরত থাকলে যোগদানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবমুক্তিপত্র/ছাড়পত্রের কপি দাখিল করতে হবে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৩১/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন মহাপরিচালক (গ্রেড-১), প্রধান কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবরে যোগদান পত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ