সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর ১১তম থেকে ১৮তম গ্রেডের বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিম্নোক্ত পদসমূহে নির্বাচিত প্রার্থীর সংখ্যা নিচে উল্লেখ করা হলো:

  • এন্টিমেটর: ০৩ জন
  • লাইব্রেরিয়ান: ০১ জন
  • সহকারী গুদাম রক্ষক: ০২ জন
  • জুনিয়র টেকনিশিয়ান:
    • মেশিন টুলস অপারেশন: ১৪ জন
    • জেনারেল ইলেকট্রনিক্স: ০২ জন
    • জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকর্স/ ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়াকর্স: ০৪ জন
    • অটোমোটিভ: এই পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।
    • রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং: ০১ জন
    • ওয়েন্ডিং এন্ড ফেব্রিকেশন: ০২ জন
    • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: ০২ জন
  • জুনিয়র ড্রাফটসম্যান: ০১ জন
  • পাম্প ড্রাইভার: ০১ জন

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বিটাক-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীর স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ