বাংলাদেশ ব্যাংকে অফিসার(জেনারেল)' পদে নিয়ােগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

01। বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০

২৪৮৭০-২৬১২০-২৭৪৩০-২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

০২। শিক্ষাগত যােগ্যতা : ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী।

০৩। পদ সংখ্যা : ২০০(দুইশত)টি (কম/বেশী হতে পারে)।


 ০৪। বয়সঃ 

ক) সর্বোচ্চ ৩০ বছর।  (১৭/o৪/২০১৯ | 

খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।


০৫। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৬/০৫/২০১৯ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট

(erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।


ঘরে বসেই সকল চাকরির আবেদন করুন অনলাইনের মাধ্যমে

এখানে আপনি যে সুযোগ-সুবিধা পাবেনঃ

১। আপনার সকল আবেদন আমরাই করে দেব। আপনাকে বারবার আপনার তথ্য দিতে হবে না। একবার তথ্য সংগ্রক্ষণ করে, আপনি সকল সরকারি চাকরিতে আবেদন করাতে পারবেন।  ঘরে বসেই সকল চাকরিতে আবেদন করতে পারবেন আমাদের  মাধ্যমে।   

২।আবেদন ফি শুভেচ্ছা ফি মাত্র, আপনার হার্ড কপি সহ সকল তথ্য ৩ ধাপে সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে । 

৩।এই  পরীক্ষার সময়সূচি, এডমিট কার্ড ,ফলাফল সহনিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য আপনি মোবাইলে এসএমএস পাবেন।

৪। সেই সাথে পরীক্ষা পর্যন্ত আপনি  নিয়োগ বিজ্ঞপ্তি সংকান্ত  কোন সমস্যায় পরলে, আমাদের সাথে চ্যাটিং করতে পারবেন। 

৫। এতে আপনার মূল্যবান সময় ও শ্রম দুটো বাঁচবে । সাথে অনেক সুযোগ সুবিধা পাবেন । 

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: