সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ জুলাই থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাসার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার (২৮ জুলাই)। তার তিন দিন আগেই জানানো হলো, ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো, ৪ আগস্ট থেকে আবার পরীক্ষা যথারীতি নেওয়া হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।