প্রশ্নের সমাধানঃ
১. শব্দার্থ লিখুনঃ
পবন-বাতাস
জলৌকা-জোঁক
আসমান-আকাশ
আসমানী -আকাশের ন্যায় বর্ণ
অভিধান-শব্দকোষ
২. সন্ধি বিচ্ছেদ করুনঃ
পবিত্র- পো + ইত্র
দ্যুলোক - দিব্ + লোক
মৃন্ময়- মৃৎ + ময়
সন্ধি-সম্ + ধি
স্বাগত- সু + আগত
৩. এক কথায় প্রকাশঃ
এর তুল্য-ঈদৃশ
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদগমন
যে বিষয়ে কোন বিতর্ক নেই-অবিসংবাদী
চক্ষুর সম্মুখে সংঘটিত-চাক্ষুষ
যা দমন করা কষ্টকর-দুর্দমনীয়
৪.
৫. কারক ও বিভক্তিঃ
তিলে তৈল হয়- অপাদানে সপ্তমী
বাবাকে বড্ড ভয় পায়- অপাদানে দ্বিতীয়া
সৎ পাত্রে কন্যা দান কর-সম্প্রদানে সপ্তমী
এ দেহে প্রাণ নেই-অধিকরণে সপ্তমী বিভক্তি
রিকশায় এসেছি - করণ কারকে সপ্তমী
৬.
ক) সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয় -চার
খ) সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি-ক্রিয়া ও সর্বনামে
গ) বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে-প্রমথ চৌধুরী
ঘ) বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা- বৈদিক ভাষা
ঙ) উৎকর্ষ- এর বিপরীত শব্দ কোনটি -অপকর্ষ
সম্পূর্ণ সমাধানের কাজ চলছে আমাদের সাথে থাকেন।
যে কোন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে প্রশ্ন ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com
প্রশ্ন সংগ্রহ করেছেনঃ Abu Sadik ভাই
পরীক্ষার প্রশ্নঃ