প্রথম ধাপের গণিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণঃ

২০ মার্কের মধ্যে

পাটিগণিত থেকে কমনঃ ১২ টা

বীজগণিত থেকে কমনঃ  ৪টা

জ্যামিতি থেকে কমনঃ ৪টা

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের গণিত শর্ট সাজেশন অংশঃ ৩৭ পৃষ্ঠার থেকে কমন এসেছে পাটিগণিত ৮টা বীজগণিত ৩টা = ১১টা

আপনার জেলা শহরের প্রায় সকল লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে। শুধু গণিত অংশ রিভিশন দিতে পারবেন মাত্র ৩-৪ দিনে।

২০-০৪-২০২২ তারিখ অনুষ্ঠিত চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান ও বিশ্লেষণঃ

২। 2x = 3y + 5 হলে 4x - 6y = কত?

(ক) 10             (খ) 15              (গ) 20              (ঘ) 12

উত্তরঃ ১০

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৫৮  প্রশ্ন- ৩৩

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

(ক) ৭               (খ) ৫০             (গ) ৫১             (ঘ) ৬০

উত্তরঃ ৫১

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

(ক) 6   (খ) 3    (গ) 4    (ঘ) 5

উত্তরঃ ৫

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৬১ প্রশ্ন ৪

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

(ক) ৫০                        (খ) ৬০             (গ) ৭০             (ঘ) ৮০

উত্তরঃ ৬০

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৩০  অনুরূপ

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

(ক) .০১                        (খ) ১                (গ) .২              (ঘ) .১

উত্তরঃ .০১

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১২৭   অনুরূপ

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

(ক) ৮৮৯৮       (খ) ৯৮৯৯        (গ) ৯৯৯৯        (ঘ) ৯১৯৯

উত্তরঃ  ৯৮৯৯

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১২৭   অনুরূপ

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

(ক) ১৯৬          (খ) ৯৮             (গ) ৯৬            (ঘ) ১৯২

উত্তরঃ ৯৮

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৭২০          (খ) ১২০০         (গ) ৫০০          (ঘ) ৬০০

উত্তরঃ ৫০০

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

(ক) ৩১             (খ) ৩৯             (গ) ৭১             (ঘ) ৪১

উত্তরঃ ৩১

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৩২ অনুরূপ

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ  ১০ ও ১৬

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৪৮ প্রশ্ন  নিয়ম ৮

৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?

(ক) ৪৫ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৩৫

উত্তর: ৩৫

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৫৯

৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?

(ক) ৮১ (খ) ১০০০ (গ) ১০৯ (ঘ) ১০০

উত্তর: ১০০

৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?

(ক) ৫৯  (খ) ১০১   (গ) ৭৫  (ঘ) ১০২

উত্তর: ১০১

৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

(ক) ২০০ মিটার   (খ) ৫০০ মিটার   (গ) ৪০০ মিটার  (ঘ) ৩০০ মিটার

উত্তর: ৪০০

৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

(ক) ৫৫৫০       (খ) ৪৭৫০        (গ) ৫০০০        (ঘ) ৫২৫০

উত্তর: ৫০০০

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৩৭ নিয়ম-৪

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

(ক) ৯৭ (খ) ৮৩ (গ) ৮৭ (ঘ) ৯৩

উত্তর: ৯৭

৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

(ক) কোনটিই নয় (খ) ৫৬         (গ) ৬০ (ঘ) ৩২

উত্তর: (খ) ৫৬

জব'স পাসওয়ার্ড পৃষ্ঠা-১৫৯ অনুরূপ

৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

(ক) z/x<z/y      (খ) xz<yz        (গ) xz>yz        (ঘ) x/z>y/z

উত্তর: (খ) xz<yz

৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

(ক) ২১ মিটার (খ) ৫৬ মিটার (গ) ৭ মিটার (ঘ) ১৪ মিটার

উত্তর: (ঘ) ১৪ মিটার

৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

(ক) ৯ (খ) ৮ (গ) ৪ (ঘ) ২

উত্তর: (ঘ) ২

জব'স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১২৭

দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতিঃ  গণিতের প্রস্তুতির জন্য আপনাকে কৌশলি হতে হবে। বাজারে  যত গণিত বই আছে কোনটাই ৪০০-৫০০ পেজের কম নয় , আর প্রশ্ন আছে কম করে হলেও কয়েক হাজার। তাই শেষ সময়ের প্রস্তুতির জন্য আপনার  আগের পরিকল্পনা অনুযায়ী একটা নিয়মের একটা অঙ্ক করেই দ্রুত সময়ে শেষ করা উচিৎ ।যা অল্প সময়ে আপনাকে ভাল রেজাল্ট করতে সাহায্য করবে। তাই আপনার উচিৎ হবে একটা নিয়মের অঙ্ক একটা করে করা তাহলে আপনি সহজেই ১০-১২টা অঙ্ক করেই সেই অধ্যায়ের প্রায় ১০০-২০০টা অঙ্ক রিভিশন দিতে পারবেন। আপনি যদি আগে থেকেই এমন পরিকল্পনা না করে থাকেন তাহলে  জব'স পাসওয়ার্ড বই অথবা জব'স পাসওয়ার্ড এর “প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইটি ফলো করতে পারেন। বইটি এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটা অধ্যায়ের ১০-১২টা অঙ্ক করলেই অধ্যায়ের প্রায় সকল অঙ্ক শেখতে পারবেন । দ্রুত গণিতের রিভিশনের জন্য একই নিয়মের ১-২ টার বেশি অঙ্ক করাই ফলপ্রসূ হবে। এতে করে আপনি সহজে রিভিশন দিতে পারবেন। 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের গণিত  বিশ্লেষণঃ