১।         জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে?

            ক. ২০               খ. ২৫  

            গ. ৩০               ঘ. ৩৫

২।         ‘রাশিয়া বিশ্বকাপ ফুটবল-২০১৮’ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

            ক. ক্রোয়েশিয়া            খ. জার্মানি

            গ. বেলজিয়াম     ঘ. ফ্রান্স

৩।        সম্প্রতি কোন উপলক্ষকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়?

            ক. বিশ্ব পরিবেশ দিবস

            খ. বিশ্ব পরিবেশ মেলা

            গ. বিশ্ব বন দিবস

            ঘ. বিশ্ব পরিবেশ সপ্তাহ

৪।         সম্প্রতি কোন গ্রহে টলটলে পানির হ্রদের সন্ধান পাওয়া গেছে?

            ক. বুধ  খ. শুক্র

            গ. মঙ্গল          ঘ. বৃহস্পতি

৫।        কত বছর পর সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে সিরিজ জিতল?

            ক. ৭ বছর         খ. ৮ বছর        

            গ. ৯ বছর          ঘ. ১০ বছর

৬।        বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল—

            ক. ১৭-০৩-২০১৯ থেকে ২৬-০৩-২০২০

            খ. ১৭-০৩-২০২০ থেকে ২৬-০৩-২০২১

            গ. ১৭-০৩-২০২১ থেকে ২৬-০৩-২০২২

            ঘ. ১৭-০৩-২০২২ থেকে ২৬-০৩-২০২৩

৭।         ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ আজীবন সম্মাননা পেয়েছেন চিত্র নায়িকা—

            ক. সুলতানা জামান

            খ. কবরী

            গ. ববিতা

            ঘ. শাবানা

৮।        সম্প্রতি ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?

            ক. ওয়াশিংটন ডিসি খ. হেলসিংকি

            গ. মস্কো         ঘ. স্টকহোম

৯।         বিমসটেকের চতুর্থ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

            ক. ঢাকা            খ. দিল্লি

            গ. ব্যাংকক       ঘ. কাঠমাণ্ডু

১০। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন অনুসারে দেশের মোট রপ্তানি আয় কত?

            ক. ২ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ ডলার

            খ. ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ডলার

            গ. ৪ হাজার ৬৭৬ কোটি ৮৫ লাখ ডলার

            ঘ. ৫ হাজার ৫৬৬ কোটি ৮২ লাখ ডলার

১১। ২০১৭-১৮ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত শতাংশে দাঁড়িয়েছে?

            ক. ৪.৬৮           খ. ৫.৭৮

            গ. ৫.৮৮           ঘ. ৬.৩৬

১২। বিশ্বে ভারতের সবচেয়ে ভিসাকেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে?

            ক. বাংলাদেশ     খ. সিঙ্গাপুর

            গ. যুক্তরাজ্য    ঘ. অস্ট্রেলিয়া

১৩। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী?

            ক. তেহরিক-ই-ইনসাফ

            খ. পাকিস্তান পিপলস পার্টি

            গ. পাকিস্তান মুসলিম লীগ

            ঘ. গণতন্ত্রী দল

১৪। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সম্মানে সম্প্রতি ‘ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ’ পালন করে কোন দেশ?

            ক. ভারত           খ. চীন

            গ. জাপান          ঘ. থাইল্যান্ড

১৫। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স অনুযায়ী অনলাইনে সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান—

            ক. ১১২তম        খ. ১১৩তম

            গ. ১১৪তম         ঘ. ১১৫তম

১৬। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

            ক. জোসে অ্যান্তোনিও মিয়াদে

            খ. আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাদোর

            গ. রিকার্ডো নাইয়া

            ঘ. এনরিক পেনা নিয়োতো

১৭। বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন—

            ক. উডি জনসন

            খ. রবার্ট মিলার

            গ. জেমস ডি মেলভি

            ঘ. মার্শিয়া বার্নিকাট

১৮। কোন দেশকে ছাড়াই সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘে অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তিতে অনুমোদন দিয়েছে?

            ক. যুক্তরাষ্ট্র             খ. ফ্রান্স

            গ. রাশিয়া          ঘ. যুক্তরাজ্য

১৯। গুহায় আটকে পড়া ‘ওয়াইল্ড বোয়ার’ নামক খুদে ফুটবল দলটি কোন দেশের?

            ক. থাইল্যান্ড   খ. ইন্দোনেশিয়া

            গ. চীন   ঘ. ভিয়েতনাম

২০। সম্প্রতি বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে?

            ক. ৯৭তম          খ. ৯৮তম

            গ. ৯৯তম           ঘ. ১০০তম

 

উত্তরগুলো মিলিয়ে নিন

১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. খ

১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ঘ।


Fatal error: Uncaught TypeError: sizeof(): Argument #1 ($value) must be of type Countable|array, null given in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php:104 Stack trace: #0 {main} thrown in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php on line 104