নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপ। প্রতিষ্ঠানটি এরিয়া ম্যানেজার, টেরিটরি সেলস ম্যানেজার, অফিসার (ব্যাটারি মার্কেটিং) পদে ১৫ জনকে নিয়োগ দেবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর। তবে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা মেইলে (jobs@waltonbd.com) অথবা সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি ও জীবনবৃত্তান্ত এবং কভার লেটারসহ খামে (পদের নাম উল্লেখ করতে হবে) এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরএম ডিপার্টমেন্ট, ওয়ালটন গ্রুপ, করপোরেট অফিস, প্লট-১০৮৮, ব্লক-আই, রোড নং-সাবরিনা সোবহান (৫ এভিনিউ, বসুন্ধরা, ঢাকা-১২২৯) ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে ৫ জুলাই, ২০১৮ পর্যন্ত।

সূত্র : জাগোজবস ডটকম


Warning: sizeof(): Parameter must be an array or an object that implements Countable in /home/nahid34/public_html/user/jobs-circular-details.php on line 296

Warning: sizeof(): Parameter must be an array or an object that implements Countable in /home/nahid34/public_html/user/jobs-circular-details.php on line 315