প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৬ অক্টোবর হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনেক জাতীয় পত্রিকাকে  ২৬ অক্টোবর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে  জানিয়েছে । আগামী ৯ অক্টোবর বেলা ৩টায়  পরীক্ষা সংক্রান্ত মিটিং হবে তার পরে পরীক্ষায় পরিবর্তন ও পরীক্ষার সময়সূচী জানতে পারবেন। এত কম সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া অনেক কঠিন কাজ । তাই আমরা শুধু  সেই অধ্যায় গুলোকে নির্বাচন করেছি যে অধ্যায় গুলো থেকে প্রতিটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়  সব চেয়ে বেশি প্রশ্ন এসেছিল। আপনারা নিচের অধ্যায় গুলো পড়াশুনা করেও শেষ সময়ে একটা ভাল ফলাফল করতে পারবেন। যদি পরীক্ষা ২৬ তারিখে না হয়, তা হলে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন করে সাজেশন দিব। সেই সাথে ২৬ তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমরা স্পেশাল মডেল টেস্টের আয়োজন করেছি ।  আপনি চাইলে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারেন। পরীক্ষা গুলো হবে  Daily Exam এর আলোকেই  Special Daily Exam এর মাধ্যমে। 

 Special Daily Exam এর জন্য আলাদা করে কোন টাকা পেইড করতে হবে না । আপনার এক মাসের অথবা ৩ মাসের জন্য পেইড মেম্বারশিপ থাকলেই আপনি  Special Daily Exam দিতে পারবেন। তবে আপনার একাউন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ এর জন্য থাকতে হবে।  

কোন কিছু বুঝতে সমস্যা হলে ই-মেইল করুনঃ Admin@studyonlinebd.com

বিস্তারিত নিচেঃ