বাংলা ব্যাকরণ উপসর্গ in Study Online Bd
অন্যান্য শ্রেণী ও বিষয়

বি সি এস : বাংলা ১ম পত্রউপসর্গ 

'উপসর্গ' কথাটির মূল অর্থ 'উপসৃষ্ট' । এর কাজ হলো নতুন শব্দ গঠন করা । উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে ।

 উপসর্গের প্রকারভেদ

বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় । যথা- ১. সংস্কৃত বা তৎসম উপসর্গ, ২. দেশী বা বাংলা উপসর্গ এবং ৩. বিদেশী উপসর্গ ।

নিচে উদাহরণসহ উপসর্গগুলোর প্রয়োগ অর্থসহ দেওয়া হলঃ

সংস্কৃত বা তৎসম উপসর্গ

যে উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব উপসর্গকে সংস্কৃত উপসর্গ বলে ।সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা বিশটি- প্র, পরা, অপ, অনু, অব, নির (নিঃ), দুর (দুঃ), অভি, বি, অধি, সু, উৎ, অতি, নি, প্রতি, পরি, অপি, উপ, আ, সম ।

উপসর্গ

অর্থদ্যোতকতা

উদাহরণ

প্র-

ক. খ্যাতি

প্রকীর্তি, প্রশংসা, প্রখ্যাত, প্রসিদ্ধ ।

 

খ. প্রকৃষ্টতা

প্রভাব, প্রকাশ, প্রজ্ঞা, প্রচলন ।

 

গ. পশ্চাদগামিতা

প্রশাখা, প্রশিষ্ট, প্রপৌত্র ।

 

ঘ. গতি

প্রস্থান, প্ররবশ, প্রচার ।

 

ঙ. নিরবচ্ছিন্নতা

প্রবৃত্তি, প্রবাহ, প্রচ্ছন্ন ।

অনুরূপ- প্রস্ফুটিত, প্রসার, প্রকোপ, প্রবল, প্রণাম, প্রয়োগ, প্রভাব, প্রতাপ, প্রভূত, প্রখর, প্রসাদ, প্রচণ্ড, প্রলয়, প্রকট, প্রগলভ, প্রদাহ, প্রকর্ষ, প্রস্তাব, প্রচ্ছদ, প্রবঞ্চনা, প্রতারণা, প্রণয়, প্রণয়ন, প্রক্ষেপ, প্রমাদ, প্রণতি, প্রতুল, প্রতারক, প্রতারণা, প্রণোদিত, প্রণেতা, প্রাণপাত ইত্যাদি ।

পরা-

ক. অত্যন্ত

পরাকাষ্ঠা, পরায়ন ।

 

খ. প্রধান্য

পরাক্রান্ত, পরাক্রম ।

 

গ. প্রতিকূল

পরাজয়, পরাভব, পরাহত ।

অনুরূপ- পরাজিত, পরাভব, পরাবর্তিত, পরাধীন, পরাঙ্মুখ, পরাগ, পরামর্শ, পরাস্ত, পরাকৃত, পরাগত, পরাবৃন্ত ইত্যাদি ।

অপ-

ক. খারাপ

অপকর্ম, অপকীর্তি, অপব্যয় ।

 

খ. বৈপরীতা

অপবাদ, অপমান, অপপ্রচার ।

 

গ. বিকৃতি

অপপাঠ, অপভ্রংশ ।

অনুরূপ- অপচয়, অপনোদন, অপপ্রয়োগ, অপযশ, অপহরণ, অপকার, অপমৃত্যু, অপকর্ষ, অপরাধ, অপঘাত, অপগত, অপসৃত, অপরূপ, অপদেবতা, অপভ্রষ্ট, অপশ্রুতি, অপকারী, অপচিতি, অপনয়ন, অপনীত, অপবর্গ ইত্যাদি ।

অনু-

ক. পশ্চাৎ

অনুকরণ, অনুসরণ, অনুচর ।

 

খ. সহিত

অনুকূল, অনুকম্পা ।

 

গ. তুল্য

অনূরুপ, অনুবিশ্ব, অনুশিষ্য ।

 

ঘ. পৌনপুন্য

অনূদিত, অনুক্ষণ, অনুশীলনী ।

অনুরূপ- অনুক, অনুতাপ, অনুমান, অনুপ, অরুশোচনা, অনুমোদন, অনুলিপি, অনুবর্তন, অন্বেষণ, অনুসার, অনুরাগ, অনুকার, অনুরোধ, অনুগ্রহ, অনুবাদ, অনুসর্গ, অনুসারী, অনুসন্ধিৎসু, অনুসন্ধানী, অনুসন্ধান,

অনুষ্টুপ, অনুলেপন, অনুষঙ্গ, অনুরোধ ইত্যাদি ।

 

অব-

ক. সর্বতোভাবে

অবগাহন, অবরোধ, অবগত ।

 

খ. নিম্নতা

অবতরণ, অবনত, অবলুণ্ঠন ।

 

গ. অনাদর

অবহেলা, অবমাননা, অবজ্ঞা ।

 

ঘ. ন্যূনতা

অবশিষ্ট, অবসান ।

অনুরূপ- অবসৃত, অবসিত, অবসান, অবস্থা, অবস্থান, অবসাদ, অবসর, অবসন্ন, অবহেলিত, অরহিত, অবস্থিতি, অবান্তর, অবস্থিত, অবচেতন, অবরোহণ, অবগুণ্ঠন, অবতার, অবদান, অবনত ইত্যাদি ।

নির্ (নি)

ক. নিশ্চয়

নির্ণয়, নির্ধারণ, নির্ভর ।

 

খ. অভাব

নিরাকার, রনরন্ন, নির্জীব ।

 

গ. অতিশষ্য

নিরীক্ষণ, নিরঙ্কুশ, নিরতিশয় ।

 

ঘ. নিসরণ

নির্বাসন, নিভৃত ।

অনুরূপ- নির্মূল, নির্মেঘ, নির্মোক, নির্মোচন, নির্মোহ, নির্যাতন, নির্যাস, নির্লজ্জ, নির্লিপ্ত, নির্লোভ, নির্মাণ, নির্মল, নির্মাল্য, নির্মিত, নির্মীয়মাণ, নির্ভয়, নির্বোধ, নির্বেদ, নিরপরাধ, নিরুপায়, নিরুদ্যাম, নিরুদ্দিষ্ট,

নিরুদবিগ্ন, নিরুত্তর, নিরীক্ষমাণ, নিরীক্ষক, নিরক্ষ, নিরস্ত ইত্যাদি ।

দুর্ (দু)-

ক. দুষ্ট

দুরাচার, দুশ্চরিত্র, দুর্বিনীত ।

 

খ. কষ্ট

দুর্গম, দুর্বার, দুসাধ্য ।

 

গ. মন্দ

দুর্নাম, দুরদৃষ্ট, দুসময় ।

 

ঘ. অভাব

দুর্ভাগ্য, দুর্ভিক্ষ, দুর্বল ।

অনুরূপ- দুর্বহ, দুর্বিপাক, দুর্বিষহ, দুর্ভাবনা, দুর্ভেদ্য, দুর্ভোগ, দুর্গতি, দুর্মদ, দুর্মর, দুর্মুখ, দুর্নীতি, দুর্নিরীক্ষ্য, দুর্নিবার, দুর্ধর্ষ, দুর্দিন, দুর্দান্ত, দুর্গা, দুর্জ্ঞেয়, দুর্গম, দুরারোহ, দুরাশা, দুরূহ, দুরাকাঙ্কা, দুরাচার ইত্যাদি।

অভি- ক. সম্যক অভিভূক, অভিব্যক্তি ।

 

 

খ. গমন

অভিসার, অভিযান ।

 

গ. সম্মুখ

অভিমুখ, অভিবাদন, অবিনন্দন ।

 

ঘ. উপকর্ষ

অভিরাম, অবিজাত ।

অনুরূপ- অভিঘাত, অভিচার, অভিজাত, অভিজ্ঞ, অভিজ্ঞান, অভিধা, অভিধান, অবিনন্দন, অভিনয়, অভিনিবিষ্ট, অভিনিবেশ, অভিনীত, অভিনেতা, অবিনেত্রী, অভিনেয়, অভিপ্রেত, অভিপ্রায়, অভিব্যক্ত, অভিনব,

অভিভাবক, অভিভাষণ ইত্যাদি ।

 

বি-

ক. বিশেষ

বিজ্ঞান, বিকাশ, বিশুদ্ধ ।

 

খ. বিহীন

বিস্বাদ, বিমল, বিফল ।

 

গ. অবাস্থান্তর

বিকার, বিপর্যয়, বিকৃত ।

 

ঘ. নিন্দিত

বিরাগ, বিবর্ণ, বিরূপ ।

 

ঙ. গতি

বিচরণ, বিদায়, বিহার ।

অনুরূপ- বিজয়, বিচার, বিরোধ, বিবাদ, বিষাদ, বিক্রয়, বিসর্জন, বিয়োগ, বিজন, বিনয়, বিষম, বিস্মৃত, বিখ্যাত, বিতৃষ্ণা ইত্যাদি।

অধি- ক. উপরি অধিবাস, অধিষ্ঠান ।

 

 

খ. অতিশয়

অধিনায়ক, অধিভূত, অধিকার ।

অনুরূপ- অধিবেশন, অধিবাসী, অধিপতি, অধিগত, অধিকর্তা, অধিকর্ম, অধিবর্ষ, অধিহার, অধিগম্য, অধিভুক্ত, অধিকৃত ইত্যাদি ।

সু-

ক. উৎকর্ষ

সুকণ্ঠ, সুকৌশল, সুনিয়ম ।

 

খ. অতিসয়

সুখ্যাতি, সুযশ, সুকঠিন ।

 

গ. সহজ

সুলভ, সুগম, সুসাধ্য ।

অনুরূপ- সুকর, সুচিন্তিত, সুত, সুতরাং, সুধা, সুপাচ্য, সুর, সুরম্য, সুরাহা, সুশৃঙ্খল, সুশ্রাব্য, সুষম, সুষ্ঠু, সুসাধ, সুস্থ, সুস্থির, সুহৃত, সুভাষিত, সুচিন্তি, সুদর্শন, সুন্দর, সুনাম, সুকুমার, সুজলা, সুদিন, সুশ্রী, সুকৃতি,

সুলভ, সুদূর, সুনীতি ইত্যাদি ।

 

উৎ-

ক. নির্মাণ

উৎপাদন, উৎপাদিত, উৎপন্ন ।

 

খ. প্রাবল্য

উদ্দীপনা, উত্তেজনা, উত্তপ্ত ।

 

গ. ঊর্ধ্ব

উদগম, উৎপাটন, উত্তোলন ।

 

ঘ. বিকাশ

উৎফুল্ল, উৎসুক, উৎকৃষ্ট ।

 

ঙ. বিরুদ্ধ

উচ্ছৃঙ্খল, উৎসন্ন ।

অনুরূপ- উৎসর্গ, উৎকর্ণ, উৎপত্তি, উৎসাহ, উৎকর্ষ, উৎকোচ,উৎক্ষেপণ, উৎর্কীণ, উৎসারণ, উৎখাত, উৎক্ষেপ, উৎপল ইত্যাদি ।

অতি- ক. অতিশয়অত্যুচ্চ, অতিবৃষ্টি, অতিশায়ন ।

 

 

খ. অনুচিত

অতিদর্প, অত্যাচার ।

অনুরূপ- অতিকায়, অতিশয়, অতিক্রম, অতিবুদ্ধি, অতিপ্রাকৃত, অতিমানব, অতিরঞ্জন, অতিরিক্ত, অত্যন্ত, অত্যধিক, অতীব, অত্যাবশ্যক ইত্যাদি ।

নি- ক. অভাব নিবাত, নিশ্ছিদ্র, নিদাঘ ।

 

 

খ. নিষেধ

নির্মিলন, নিবৃত্তি, নিষিদ্ধ ।

 

গ. নিশ্চয়

নিবারণ, নিষিক্ত, নির্ণয় ।

অনুরূপ- নিগ্রহ, নিকৃষ্ট, নিবাস, নির্গম, নিশ্চল, নিরোধ, নিকট, নিমজ্জন, নিরাময়, নিদর্শন, নিপাত, নিশ্চয় ইত্যাদি ।

প্রতি- ক. বীপ্সা প্রতিঘর, প্রতিজন, প্রতিগ্রাম ।

 

 

খ. সাদৃশ্য

প্রতিরূপ, প্রতিবিম্ব, প্রতিশব্দ ।

 

গ. বিরোধ

প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিদ্বন্দ্বী ।

 

ঘ. প্রত্যপর্ণ

প্রত্যুপকার, প্রত্যপর্ণ, প্রতিঘাত ।

অনুরূপ- প্রতিকার, প্রতিকৃত, প্রতিঘাত, প্রতিচিত্র, প্রতিজ্ঞা, প্রতিপত্তি, প্রতিপদ, প্রতিপন্ন, প্রতিপাদন, প্রতিপাদ্য, প্রতিপালক, প্রতিফল, প্রতিফলন, প্রতিবন্ধ, প্রতিরোধক, প্রতিশোধ, প্রতিশ্রুত, প্রতিশ্রুতি ইত্যাদি ।

পরি ক. শেষ পরিশেষ, পরিসীমা ।

 

 

খ. চরতুর্দিক

পরিভ্রমণ, পরিক্রমা, পরিমণ্ডল ।

 

গ. অতিশয়

পরিপূর্ণ, পরিম্লাণ, পরিপক্ব ।

 

ঘ. সমাক

পরীক্ষা, পরিশ্রান্ত, পরিশ্রম ।

অনুরূপ- পরিতাপ. পরিপন্থি, পরিষ্কার, পরিত্যাগ, পরিহার, পরিণয়, পরিণাম, পরিধান, পরিহাস, পরিণত, পরিচয়, পরিপাক, পরিবর্তন, পরিচালক, পরিচালনা, পরিচ্ছদ, পরিচ্ছে, পরিচর্যা ইত্যাদি ।

অপি-

ক. যদিও

যদ্যপি অপিচ, অপিনিহিতি, অপিধান, অপিনিধন ।

উপ-

ক. বিশেষ

উপস্থাপন, উপভোগ ।

 

খ. অপ্রধান

উপনদী, উপকথা, উপগ্রহ ।

 

গ. সামীপ্য

উপকূল, উপকণ্ঠ ।

 

ঘ. নিন্দিত

উপপত্নী, উপদেবতা, উপজীবী ।

অনুরূপ- উপহার, উপকার, উপবাস, উপবন, উপায়, উপাসনা, উপস্থিত, উপবেশন, উপক্রম, উপসাগর, উপত্যকা, উপজাত, উপদ্রব, উপনগর, উপনিবেশ, উপদেশ, উপনিষদ ইত্যাদি ।

আ-

ক. পর্যন্ত

আকন্ঠ, আকর্ণ, আজীবন ।

 

খ. প্রতি বা দিকে

আগমন, আক্রমণ ।

 

গ. ঈষৎ

আরক্তিম, আকুঞ্চন ।

অনুরূপ- আহার, আহরণ, আচরণ, আস্ফালন, আচ্ছাদন, আরক্ত, আজন্ম আশ্লেষ, আবেশ, আদেশ, আরম্ভ, আদান, আদর্শ, আবাস, আবাহন, আকুল, ইত্যাদি ।

সম-

ক. সমূহ

সমগ্র, সমস্ত ।

 

খ. প্রচার

সমৃদ্ধ, সম্পূর্ণ, সমধিক ।

 

গ. অভিমুখ

সম্মুখ, সমক্ষ ।

অনুরূপ- সম্ভাষণ, সম্মান, সম্ভার, সম্মিলন, সম্পত্তি, সম্পাদন, সমাবর্তন, সমাহার, সম্পদ, সম্ভোগ ইত্যাদি ।

 সংস্কৃত বা তৎসম উপসর্গের বাক্যে প্রয়োগ

১. প্রখ্যাত বাগ্মী হিসেবে তিরন সকলের প্রশংসা কুড়িয়েছেন । ২. সামান্য ভুলের কারণে শত্রুদের পরাজয় সুদূর পরাহত হয়ে পড়ে । ৩. যতেই অপবাদ দাও আর অপমান কর, সে কিছুতেইঅপকর্ম তেকে বিরত হবে না । ৪. শের শাহ অনুচরবৃন্দসহ শত্রুকে অনুসরণ করলেন এবং অনুকূল সুযোগের অপেক্ষায় রইল ৫. অনুরূপভাবে অনুশীলন না করলে তিনি নিশ্চয়ই বিফল হতেন । ৬. সমস্ত অবহেলাঅবজ্ঞা উপেক্ষা করে অবনত মস্তকে তিনি বিদায় হলেন ।

৭. দুর্বলেরাই দুরাচার-দুশ্চরিত্র রোকদের সহজ শিকারে পরিণত হয় । ৮. অভিযানে বেরিয়ে কলম্বাস সাগরের বিশালত্ব দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন । ৯. তুমি বিজ্ঞানের বিকৃত অর্থ খুঁজতে যেও না, তাতে বিপর্যয় বাড়বে । ১০. অদিকার একমাত্র অধিনায়কদেরই একচেটিয়ে সম্পত্তি নয় । ১১. সুযশ, সুখ্যাতি কখনও সুসাধ্য নয় । ১২. উৎকৃষ্ট শস্য উৎপন্ন হলে কৃষককুল কখনও উৎসন্নে যাবে না । ১৩. অত্যুচ্চ পাহাড়ী জমিতে অতিবৃষ্টির কারণে শস্যহানি ঘটে না । ১৪. প্রহরীদের নিশ্ছিদ্র প্রহর ভেদ করেও শহরে নিষিদ্ধ মাদকদ্রব্য ঢুকে পড়েছে । ১৫.প্রতিগ্রামে, প্রতিঘরে অন্যায়ের বিরুদ্ধে আজ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ও ঠেছে । ১৬. পরিশ্রম করে যারা রেখাপড়া করে তারাই পরীক্ষায় সফল হয় । ১৭. স্বাস্থ্য রক্ষার্থে তিনি নিয়মিত শরীর চর্চা করেন, অপিচ সুষম খাদ্য খান । ১৮. উপগ্রহের মাধ্যমে ঝড়ের পূর্বাভাস পেয়ে উপকূল এলাকা জনশূন্য হয়ে পড়েছে । ১৯. আকর্ণ হাসি হেসে তিনি যেভাবে আমার কক্ষে আগমনকরলেন তা আমার আজীবন মনে থাকবে । ২০. সমগ্র বিশ্ব যেখানে সম্মুখে এগিয়ে চলছে আমাদের তখন পিছিয়ে থাকার কোন অর্থ হয়না

দেশী বা খাঁটি বাংলা উপসর্গ

এদেশে আর্যরা আগমনের পূর্বে যে সব জাতি বাস করত, তাদের নিজস্ব ভাষা থেকে যে সব উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলোর নামই দেশী বা খাঁটি বাংলা উপসর্গ ।খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা মোট একুশটি । যেমন- অ, আ, অঘা, অনা, অজ, আন, আব, আড়, ইতি, ঊন (উন), কু, কদ, নি, পাত (পাতি), বি, ভর, রাম, স, সা, সু, হা ।

উপসর্গ

অর্থদ্যোতকতা

উদাহরণ

অ-

ক. অভাব

অমিল, অখুশি, অজানা ।

 

খ. নিরর্থক

অকুমারী, অঢেল, অরঙ্গা ।

 

গ. নিন্দিত

অকাজ, অকেজো, অপয়া ।

 

ঘ. অবিশ্রান্ত

অঘোর, অঝোর ।

অনুরূপ- অফুরন্ত, অদেখা, অসুবিধা, অযাত্রা, অবশ, অবিবেকী, অপাত্র, অযথা, অনড়, অস্থি, অবেলা, অচেনা, অপয়া, অজানা, অমর, অকাজ, অবলা ইত্যাদি ।

আ-

ক. অভাব

আঁকাড়া, আধোয়া, আলোনা ।

 

খ. মন্দ

আকাটা, আগাছ ।

 

গ. বিশিষ্ট

আকাল (দুর্ভিক্ষ) ।

অনুরূপ- আদেখা, আবাঙা, আভাজা, আপাকা, আকাটা, আসিদ্ধ, আকাট, আঘাট, আদায়, আবাটা, আবুদ্ধিয়া, আবেলা, আকাল ইত্যাদি ।

অঘা-

ক. বোকা বা অপদার্থ

আচণ্ডী, অঘারাম, অঘামার্কা, অঘাকান্ত ।

অনা-

ক. অভাব

অনাবৃষ্টি, অনাবাদ, অনাদার ।

 

খ. বর্হিভূত

অনাচার, অনাসৃষ্টি ।

 

গ. অশুভ

অনামুখী, অনামুখো ।

অনুরূপ- অনাদর, অনাহা ইত্যাদি ।

 

 

অজ-

ক. খাঁটি

অজমূর্খ, অজপাড়াগাঁ ।

 

খ. সম্পূর্ণ

অজপুকুর, অজডাঙ্গা ।

আন-

ক. নাস্তি

আনকোরা, আনসেলাই ।

 

খ. ব্যাকুল

আনচান, আনমনা ।

আব-

ক. অস্পষ্টতা

আবডাল, আবছায়া ।

আড়-

ক. বক্র

আড়চোখ, আড়নয়ন ।

 

খ. অর্ধ

আড়ক্ষেপা, আড়পাগলা ।

 

গ. বিশিষ্ট

আড়বুঝ, আড়মোড়া ।

অনুরূপ- আড়দৃষ্টি, আড়চাহনি, আড়ভাঙা, আড়কোলা, আড়গড়া, আড়কাঠি ইত্যাদি ।

ইতি-

ক. ইহা

ইতিকর্তব্য, ইতিকর্ম ।

 

খ. বিশিষ্ট

ইতিহাস, ইতিকথা ।

ঊন (উন)- নূন্য

উনপাজুরে, ঊনবর্ষা, উনভাতা ।

 

কু-

কুৎসিত

কুমতলব, কুপ্রথা, কুকাজ ।

কদ-

নিন্দিত

কদর্থ, কদর্য, কদবেল ।

নি-

নাস্তি

নিলাজ, নিখোঁজ, নিখুঁত ।

অনুরূপ- নিটোল, নিখরচা, নিখাদ, নির্জলা, নির্ভেজাল, নিভরসা, নিভাঁজ ইত্যাদি ।

পাত(পাতি)-

ক্ষুদ্র

পাতকুয়ো, পাতিনেবু, পাতিহাঁস ।

বি-

ক. নিন্দা

বিরূপ, বিজন্মা ।

 

খ. নাস্তি

বিভূঁই, বিকল ।

ভর-

পরিপূর্ণ

ভরপেট, ভরদুপুর, ভরদিন, ভরসাঁজ, ভর ।

রাম-

ক. উৎকৃষ্ট

রামকলা, রামঘড়ি ।

 

খ. বড়

রামচাগল, রামদা ।

স-

ক. স্বার্থে

সক্ষম, সঠিক ।

 

খ. সহিত

সজোর, সকাল ।

অনুরূপ- সম্রাট, সখেদ, সজল, সটান, সকাতর, সক্ষম, সচিত্র, সচল ইত্যাদি ।

সা-

উৎকর্ষ

সা-জোয়ান, সা-মরিচ ।

সু-

শুভ

সুসময়, সুনজর, সুখবর ।

হা-

অভাব

হাভাতে, হাঘর, হাহুতাশ ।

 দেশী বা খাঁটি বাংলা উপসর্গের বাক্যে প্রয়োগ

১. অকাজে অঢেল সময় ব্যয় করলাম, আসল কাজের কথা অজানাই রয়ে গেলে ।

২. আকালের চাল কাঁড়া আর আকাঁড়া ।

৩. অঘামার্কা ছেলেটা সবকিছু মাটি করে দেবে দেখছি ।

৪. অনাবৃষ্টির কারণে দেশের বহু জসমই এবার অনাবাদী রয়ে গেছে ।

৫. অমন অজপাড়াগাঁয়ে তুমি বাড়ি করতে গেলে কেন বাপু!

৬. আনকোরা নতুন জামাটা হারিয়ে ছেলেটা কেমন আনমনা হয়ে গেছে ।

৭. 'আবডালে লুকিয়ে লাভ নেই, বাবা তোকে ঠিকই দেখেছেন দীপু' ।

৮. আড়চোখে যতই তাকাও সত্যি কথাটা আড়ক্ষেপা হয়ত বলেই দেবে ।

৯. ইতিহাসে সকল জাতির ইতিকর্ম সংরক্ষিত থাকবে ।

১০. ঊনবর্ষায় দুনা শীত ।

১১. কোন কুমতলব থেকে থাকলে আগেই কেটে পড় বলছি ।

১২. কদর্য স্বভাবের লোকেরা ভাল কথারও কদর্থ খুঁজে বের করে ।

১৩. নিখুঁত কাজের শিল্পী এখন নিখোঁজ ।

১৪. পাতকুয়ার ব্যবহার আর নেই বরলেই চলে ।

১৫. 'বিভূঁই বিদেশে এসে ইঞ্জিনটা বিকল হয়ে পড়ল, এখন উপায় কি হবে তাই ভাবছি' ।

১৬. একবার ভরপেট খেতে পেলেই ভরদিন কাটিয়ে দিতে পারবে ছেলেটা ।

১৭. রামদা নিয়ে পথে বের হওয়া রীতিমত অপরাধ ।

১৮. সকালে উঠেই এমন সজোরে চিৎকার করছ কেন?

১৯. সা-জোয়ান ছেলেটা গ্রামের সকলেরই চখের মণি ।

২০. সুসময়ে সুখবরটা দিয়েছ বলেই তুমি সাহেবের সুনজরে পড়েছ ।

২১. হাভাতের মত হাহুতাশ না করে কাজে নেমে পড় বাপু ।

বিদেশী উপসর্গ

রাজনৈতিক, শাসনতান্ত্রিক কারণে বিদেশীদের সাথে দীর্ঘদিন যাবত বাংলা ভাষাভাষীদের ভাবের আদান-প্রদান করতে হয়েছে । এর ফলে বিদেশী ভাষা থেকে অনেক উপসর্গ এসে বাংলা ভাষায় প্রবেশ করেছে । এসব উপসর্গই বিদেশী উপসর্গ বলে পরিচিত । নিচে বহুল প্রচলিত কতিপয় বিদেশী উপসর্গ ও তাদের ব্যবহার দেয়া হলোঃ

ক. আরবি উপসর্গঃ আম, খাস, বাজে, লা ।

খ. ফারসি উপসর্গঃ কম, কার, দর, গর, নিম, ফি, ব, বদ, বর, বে, সে ।

গ. ইংরেজি উপসর্গঃ ফুল, হাফ, হেড, সাব ।

ঘ. হিন্দি উপসর্গঃ হর ।

ক. আরবি উপসর্গের ব্যবহারঃ

উপসর্গ অর্থদ্যোতকতা উদাহরণ

আম-

সাধারণ: আমমোক্তার, আমদরবার ।

খাস-

নিজস্ব: খাসকামরা, খাসমহল, খাসদরবার ।

বাজে-

ক. বর্হিভূত: বাজে আয়, বাজে খরচ ।

খ. তুচ্ছ: বাজে কাজ, বাজে, কথা ।

গ. বিবিধ: বাজে জমা, বাজে আয়, বাজে খরচ ।

লা-

নেই: লাজবাব, লাপাতত্তা, লাখেরাজ, লাওয়ারিশ ।

খ. ফারসি উপসর্গের ব্যবহারঃ

কম-

স্বল্প: কমবখত, কমজোর, কমআক্কেল ।

কার-

কার্য: কারখানা, কারবার, কারসাজি, কারচুপি ।

দর-

মধ্যস্থ: দরখাস্ত, দরপাকা, দরকাঁচা, দরপত্তনি ।

গর-

অভাব: গরহাজির, গররাজি, গরমিল ।

নিম-

অর্ধ: নিমরাজি, নিমখাসী ।

ফি-

প্রতি: ফিরোজ, ফি-বছর, ফি-সন ।

ব-

সহিত: বমাল, বনাম, বকলম ।

বদ-

নিন্দিত: বদহজম, বদনাম, বদমেজাজী ।

বর-

উপরে: বরখাস্ত, বরাদ্দ, বরবাদ ।

বে-

নঞর্থে: বেনামি, বেরসিক, বেকার, বেকসুর, বেয়াদব, বেকায়দা, বেহায়া

সে-

তিন: সেতার, সে-পায় ।

গ. ইংরেজি উপসর্গের ব্যবহারঃ

ফুল-

পুরো: ফুলপ্যান্ট, ফুলহাতা, ফুলমোজা, ফুলশার্ট ।

হাফ-

আধা: হাফপ্যান্ট, হাফহাতা, হাফমোজা, হাফটিকিট ।

হেড-

প্রধান: হেডমাস্টার, হেডঅফিস, হেডমৌলবী ।

সাব-

অধীন: সাবডেপুটি, সাব-অফিস, সাব-জজ ।

ঘ. হিন্দি উপসর্গের ব্যবহারঃ

হর-

প্রত্যেক: হরদম, হরহামেশা, হররোজ ।

 বিদেশী উপসর্গের বাক্যে প্রয়োগ

আরবি উপসর্গের বাক্যে প্রয়োগ

১. তোমাদের মত আমমোক্তার দিয়ে এ মামলা চালান যাবে না ।

২. সাহেবের খাসকামরায় গিয়ে দেখা করবে ।

৩. যার বাজে আয় নেই, সে বাজে খরচ করবে কোথেকে?

৪. ছেলেটির কথা শুনে আমি লাজবাব হয়ে গেলাম ।

ফারসি উপসর্গের বাক্যে প্রয়োগ

১. দিলে কমজোর যাদের তারা কখনও বড় কাজ করতে পারে না ।

২. কারখানা বন্ধ রয়েছে মালিকের বড় ছেলের কারসাজিতে ।

৩. খুঁটিনাটি কারণে দরখাস্ত না করাটাই সমীচীন ।

৪. অফিসে প্রতিদিন গরহাজির থাকলে ক্যাশ তো গরমিল দেখা দেবেই ।

৫. মাতুব্বর সাহেব সকলের অনুরোধে শেষে নিমরাজি হয়েছেন ।

৬. ফি-বছর অনাবৃষ্টি-অতিবৃষ্টির শিকার হয়ে কৃষকেরা দিশাহারা ।

৭. চোরটি শেষ পর্যন্ত বমাল ধরা পড়েছে ।

৮. চেয়ারম্যান সাহেব খুবই বদমেজামী, বদনাম শুনতে আদৌ তিনি অভ্যস্ত নন ।

৯. তাকে যদি সাহেব বরখাস্ত করেন তবে আমাদের সব পরিকল্পনা বরবাদ হয়ে যাবে ।

১০. বে-আক্কেল লোকটা বে-কসুর খালাস পেয়ে যাবে বলে মনে হয় না ।

১১. অন্ধ চেলেটি চমৎকার সেতার বাজায় ।

ইংরেজি উপসর্গের বাক্যে প্রয়োগ

১. ফুলশার্ট বলতে ফুলহাতার জামা বোঝায় ।

২. পুলিশদের আজকাল আর হাফপ্যান্ট ব্যবহার করতে দেখা যায় না ।

৩. স্কুল কামাইয়ের জন্য সেদিন হেডমাস্টার সাহেব হেডমৌলভীকে একচোট ধমকে দিলেন ।

৪. প্রতিটি থানাতেই ব্র্যাকের সাব-অফিস রয়েছে ।

হিন্দি উপসর্গের বাক্যে প্রয়োগ

১. হরদম, হররোজ কাজ চালিয়ে যাও, আমি তোমাদের পেছনে আছি ।

 উপসর্গের স্থানীয় অব্যয় বা গতি

এমন কতকগুলো অব্যয় রয়েছে যেগুলোর উপসর্গের ন্যায় ধাতুর পূর্বে ব্যবহৃত হয়ে থাকে, এগুলোকে বলা হয় উপসর্গ স্থানীয় অব্যয় বা গতি । যেমন-

অন্তঃ (মধ্যে): অন্তগর্ত, অন্তস্থ, অন্তঃপুর, অন্তঃসলিলা, অন্তঃকরণ, অন্তঃসার, অন্তবঙ্গ, অন্তভুর্ক্ত, অন্তভূর্ত, অন্তর্জলী ।

আবিঃ (বাহিরে): আবিষ্কার, আর্বিভাব ।

তিরঃ (বাঁক): তিরোহিত, তিরোধান, তিরষ্কার, তিরোভাব ।

পুরঃ (সামনে): পুরোহিত, পুরষ্কার, পুরোবর্তী, পুরোভাব, পুরোগমন, পুরোধা ।

বহিঃ (বাইরে): বহির্বাটি, বহির্জগৎ, বহিষ্কার, বহির্বাস ।

সাক্ষাৎঃ (প্রত্যক্ষ): সাক্ষাৎকার ।

প্রাদুঃ (দৃষ্টিগোচর): প্রাদুর্ভাব ।

অলমঃ (সম্যকরূপে): অলঙ্কার ।